র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম দেখে বেশিরভাগ মানুষ ফোন কেনেন। তাদের ধারণা ফোনের র্যাম যত বেশি পারফরমেন্স তত বেশি। এই ধারণা পুরোপুরি মিথ্যাও নয়। ফোনে থাকার র্যাম এই ডিভাইস পরিচালনার জন্য সহায়ক। কিন্তু এর পাশাপাশি প্রসেসরও গুরুত্বপূর্ণ। তবুও বেশিরভাগ মানুষ র্যাম দেখেই ফোন কেনেন। অনেকের মনে প্রশ্ন ফোনে আদর্শ র্যাম কত জিবি? কত জিবি র্যাম থাকলে ফোন কেনা উচিত?
অনেক ক্রেতাই বেশি পরিমাণ র্যাম ও স্টোরেজ দেখে আকর্ষিত হন। কিন্তু এটা ফোন নির্মাতা কোম্পানিগুলোর ব্যবসায়ীক কৌশল ছাড়া আর কিছুই নয়।
বিস্তারিত পড়ুনঃ কত জিবি র্যামের ফোন ভালো?