পেট্রলের ঘনত্ব কত তা অনেকেরই জানা নেই। অথচ পেট্রোল বিশুদ্ধ না হলে তা ইঞ্জিনে প্রভাব ফেলে। ধীরে ধীরে ইঞ্জিনের আয়ু কমে। তাই পেট্রোলের ঘনত্ব জানা জরুরি।
জ্বালানি মান কেমন তা বিচার করা হয় পেট্রোলের ঘনত্বের মাধ্যমে। আর তা যদি কম বেশি হয় তাহলেই বিপদ। এই ঘনত্ব বেধে রাখা নিয়মের থেকে কম হওয়াও যাবে না আবার বেশি হওয়াও যাবে না। কোনো পেট্রোল পাম্প যদি সঠিক ঘনত্বের পেট্রোল বিক্রি না করে তবে ওই পাম্প থেকে তেল কেনা বন্ধ করে দিন।
বিস্তারিত পড়ুনঃ কত ঘনত্বের পেট্রোল ভালো?