মোটরসাইকেলের মাইলেজ বাড়াতে কে না চান? কিন্তু সঠিক মাইলেজ পাওয়া উপায় অনেকেই জানেন না। কেমন গতিতে বাইক চালালে সর্বোচ্চ মাইলেজ পাওয়া এ প্রশ্ন অনেকের মনেই। গতি কম বেশি করতে গিয়ে দীর্ঘদিন ভুল অভ্যাস পুষে চলেছেন।
বাইকের মাইলেজ নিয়ে চিন্তিত থাকেন বহু মানুষ। একাধিকবার সার্ভিসিং করার পর এমনকি সযত্নে রেখেও বাইকের সর্বোচ্চ মাইলেজ তুলতে পারেন না বাইকাররা। কম জ্বালানি দক্ষতা নিয়ে চিন্তায় পড়ে যান অনেকে।
বিস্তারিত পড়ুনঃ কত গতিতে বাইক চালালে বেশি মাইলেজ পাওয়া যায়?