দেশের ডিজিটাল ডিভাইস বাজারে সাশ্রয়ী মূল্যে স্লিম ডিজাইনের মনিটর দিচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। ফুল এইচডি এলইডি ব্যাকলাইট ডিসপ্লেসমৃদ্ধ ওয়ালটনের ২১.৪৫ ইঞ্চির সিনেডি ডব্লিউডি২১৫ভি০৪ (WD215V04) মডেলের মনিটর আগের চেয়ে সাশ্রয়ী মূল্যে ৯ হাজার ৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে। আগে এই মডেলটির দাম ছিল ১২ হাজার ৮৫০ টাকা। আর ২১.৪৫ ইঞ্চির সিনেডি ডব্লিউডি২১৫ভি০৫ (WD215V05) মডেলের মনিটরটি কেনা যাচ্ছে ৯ হাজার ৯৫০ টাকায়। এই মডেলে দাম কমেছে ৩ হাজার ৬০০ টাকা।
বিস্তারিত পড়ুনঃওয়ালটনের ২ মডেলের মনিটরের দাম কমল