এ বছরও ধস নামবে মোবাইল ফোন, পিসি’র বাজারে?

টানা দ্বিতীয় বছরের মতো ধস নামতে পারে ব্যক্তিগত কম্পিউটার ও মোবাইল ফোনের বাজারে। আর ফোনের বেলায় এরইমধ্যে দশকের সবচেয়ে বাজে ফলাফল দেখা গেছে।

মঙ্গলবার এই সম্ভাব্য ধসের কথা জানিয়েছে প্রযুক্তিবিষয়ক গবেষণা কোম্পানি গার্টনার। তাদের অনুমান বলছে, এই বছর মোবাইল ফোনের সরবরাহ ২০২২ সালের একশ ৪০ কোটি ইউনিট থেকে চার শতাংশ কমে গিয়ে ঠেকতে পারে একশ ৩৪ কোটি ইউনিটে। গার্টনারের হিসাবে ২০২১ সালে এই সংখ্যা ছিল একশ ৪৩ কোটি ইউনিট।

রয়টার্সের প্রতিবেদন বলছে, এটি ২০০৯ সালের সরবরাহ সংখ্যার কাছাকাছি। সে সময় ফোনের বাজারে ব্ল্যাকবেরি ও নকিয়ার নেতৃত্ব থাকলেও অ্যাপল তাদের একচেটিয়া রাজত্বে হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

২০১৫ সালে একশ ৯০ কোটি ইউনিটের সরবরাহ স্পর্শ করে সাফল্যের চূড়ায় পৌঁছেছিল মোবাইল ফোনের বাজার।

গার্টনারের গবেষণা পরিচালক রানজিত আতওয়াল এক সাক্ষাৎকারে বলেন, কোভিড মহামারী এমন এক মৌলিক পরিবর্তনের দিকে ঠেলে দিয়েছে, যেখানে বাসা থেকে কাজ করা লোকজনের ঘন ঘন ফোন বদলানোর প্রবণতা বন্ধ হয়ে যায়।

বিস্তারিত পড়ুন: এ বছরও ধস নামবে মোবাইল ফোন, পিসি’র বাজারে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *