এল স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন, এক নজরে দাম ও অন্যান্য

বহুল কাঙ্ক্ষিত মোবাইল ফোন স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের অবশেষে মোড়ক উন্মোচন হলো। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থাটি তিনটি ফোন এনেছে এই সিরিজের। গ্যালাক্সি এস২৩ ছাড়াও রয়েছে গ্যালাক্সি এস২৩ প্লাস ও গ্যালাক্সি এস২৩ আলট্রা। 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে মেসোনিক অডিটোরিয়ামে বুধবার (১ ফেব্রুয়ারি) এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। 

স্যামসাংয়ের তথ্যমতে, নতুন মডেলের এই ডিজাইনের ফোনগুলোতে খুব বেশি পার্থক্য চোখে পড়বে না। বরং স্পেসিফিকেশনের দিকে জোর দিয়েছে স্যামসাং। প্রসেসর, ক্যামেরা ও অন্যান্য বিভাগের স্পেসিফিকেশনে উল্লেখযোগ্য উন্নতি রয়েছে।

গ্যালাক্সি এস২৩ আলট্রা

এস২৩ সিরিজের প্রিমিয়াম ফোন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা। এ ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চি কিউএইচডি+ ডিসপ্লে। এ ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে। রয়েছে ৩০৮৮/১৪৪০ পিক্সেল রেজুলেশন। 

বিস্তারিত পড়ুন: এল স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন, এক নজরে দাম ও অন্যান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *