সামাজিক মাধ্যমে ভুল তথ্য প্রকাশ, অবৈধ মুনাফা অর্জন ও দেশের রাষ্ট্রীয় কর্মকর্তাদের ছদ্মবেশী অ্যাকাউন্ট তৈরির অভিযোগে দুই মাস তদন্ত চালানোর পর বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম থেকে প্রায় ১৪ লাখ পোস্ট মুছে ফেলেছে চীনের সাইবার নিরাপত্তা সংস্থা।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে ‘সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না (সিএসি)’ বলেছে, নিজেদের বৃহত্তর ‘সংশোধণ প্রচারণার অংশ হিসেবে ১০ মার্চ থেকে ২২ মে’র মাঝামাঝিতে তারা বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মের ৬৭ হাজার অ্যাকাউন্ট ও কয়েক লাখ পোস্ট সরিয়েছে।
বিস্তারিত পড়ুনঃ এবার সামাজিক মাধ্যমের ১৪ লাখ পোস্ট সরাল চীন