ধসের মুখে পড়া এফটিএক্স-এ বিনিয়োগের পেছনে দায়িত্ব পালন করা ‘টেমাসেক হোল্ডিংস’ কর্মীদের বেতন কাটার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরের রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল কোম্পানিটি।
নভেম্বরে এফটিএক্স-এ নিজেদের সর্বমোট সাড়ে ২৭ কোটি ডলারের বিনিয়োগ বন্ধ করে দেয় সিঙ্গাপুরের এই বিনিয়োগ কোম্পানিটি।
সে সময় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এফটিএক্স-এর সাবেক প্রধান নির্বাহী স্যাম ব্যাংকম্যান-ফ্রিডের বিরুদ্ধে এমন ভয়াবহ আর্থিক জালিয়াতির অভিযোগ তোলেন, যা বিনিয়োগকারীদের শত শত কোটি ডলার লোকসানের কারণ হতে পারে।
বিস্তারিত পড়ুনঃ এফটিএক্স বিনিয়োগে জড়িতদের বেতন কাটা গেল সিঙ্গাপুরে