ডিজিটাল মাধ্যমে আঁকা কিছু শিল্পকর্ম এক রাতের মধ্যে বিক্রি করেছেন এক গ্রাফিক ডিজাইনার। সেখান থেকে তার আয় হয়েছে প্রায় পাঁচ লাখ পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় যা ছয় কোটি ৬৪ লাখ টাকা।
গোটা ওয়ালসে অ্যাশলি ক্রসল্যান্ড এখন অন্যতম সচ্ছল শিল্পী।
ওয়ালসের কার্ডিগান শহরের এই শিল্পীর তৈরি সাত হাজার দুইশো ডজিটাল চিত্রকর্ম ‘নন-ফাঞ্জিবল টোকেন’ (এনএফটি) হিসাবে বিক্রি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিস্তারিত পড়ুনঃ এনএফটি বেচে শিল্পী কোটিপতি, কিন্তু কী এই শিল্পমাধ্যম?