ব্যাংকিং জগতে যুগান্তকারী বিপ্লব এনেছে এটিএম মেশিন। এই মেশিনে কার্ড ঢুকিয়ে অর্থ উত্তোলন করা যায়। আপনি খেয়াল করলে দেখবেন প্রতিটি এটিএম বুথে সারাক্ষণ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি চালু থকে। কিন্তু এটিএম বুথ ২৪ ঘণ্টা এসি চালু করার কারণ কী?
আপনি যখনই এটিএম বুথে টাকা তুলতে চান নিশ্চয়ই দেখেছেন সেখানে তাপমাত্রা অনেকটাই বেশি হয়। আর সেই ঘরে শীতলতা বজায় রাখার জন্যই ওই এয়ারকন্ডিশনার লাগানো থাকে। যেকোনো ইলেকট্রিক ডিভাইস সর্বক্ষণ কাজ করলে, তা গরম হতে পারে এবং এর থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়।
বিস্তারিত পড়ুনঃ এটিএম বুথে সব সময় এসি চলে কেন?