এখন দেশের বাজারে যে ৫টি বাইক দামি

মোটরবাইক শুধু একটি বাহন নয়, শখ এবং নিজের স্বকীয়তার বহিঃপ্রকাশও ঘটায় এই বাহন। দ্রুত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি যানজটের শহরে স্বল্প জায়গায় যেকোনো দূরত্ব পাড়ি দিতে যে বাহন পছন্দে সবার শীর্ষে, সেটিই হলো মোটরসাইকেল বা মোটরবাইক। দেশে মোটরবাইকের বাজারও সমৃদ্ধ হয়েছে। অনুমোদিত বিক্রয়কেন্দ্রে ছয় লাখ টাকার বেশি মূল্যের মোটরবাইকও মিলছে। গতি, স্বাচ্ছন্দ্য, আরাম এবং নিরাপত্তা বিবেচনায় মোটরসাইকেল কয়েকটি শ্রেণিতে বিভক্ত। এর মধ্যে স্পোর্টস, রেট্রো, কমিউটার, ফুয়েল সেভার, স্কুটার/স্কুটি অন্যতম। দেশের বাজারে চলতি বছরে দামের দিক থেকে এগিয়ে এমন পাঁচটি বাইকের বিবরণ নিয়েই এ প্রতিবেদন।

বিস্তারিত পড়ুনঃ এখন দেশের বাজারে যে ৫টি বাইক দামি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *