ভারতের বাজারে এলো সিট্রোয়েনের ইলেকট্রিক গাড়ি। সংস্থার সেই ইলেকট্রিক হ্যাচব্যাকের নাম সিট্রোয়েন ই-সি৩। গাড়িটির এআরএআই-ক্লেইমড রেঞ্জ ৩২০ কিলোমিটার। ডিসি চার্জারের সাহায্যে এই গাড়িটি মাত্র ৫৭ মিনিটের মধ্যেই ১০-৮০ শতাংশ চার্জ করতে পারে।
বিস্তারিত পড়ুনঃ এক চার্জে ৩২০ কিলোমিটার চলবে ই-কার