বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মরিস গ্যারেজ বা এমজি নতুন ইলেকট্রিক গাড়ি এনেছে। যার মডেল এমজি কমেট ইভি। এই গাড়ি একবার ফুল চার্জ দিলে টানা ২৩০ কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারবে। এমজি কমেট সম্প্রতি ভারতের বাজারে বিক্রি শুরু হয়েছে। দেশটিতে এই গাড়ির এক্স শোরুম মূল্য ৭ লাখ ৯৮ হাজার রুপি।
বিস্তারিত পড়ুনঃ এক চার্জে ২৩০ কিলোমিটার চলবে এই ইলেকট্রিক গাড়ি