ভারতে এলো অ্যামাজফিটের নতুন স্মার্টওয়াচ। যার নাম অ্যামাজফিট জিটিআর মিনি স্মার্টওয়াচ। এটি সংস্থাটির এখন পর্যন্ত সবচেয়ে ছোট রাউন্ড ডায়াল স্মার্টওয়াচ। এক চার্জে টানা ২০ দিন ব্যবহার করা যাবে ঘড়িটি, এমনটাই দাবি নির্মাতা সংস্থার।
বিস্তারিতঃ এক চার্জে টানা ২০ দিন চলবে স্মার্টওয়াচ