তরুণ প্রজন্মের মোবাইলে গেম খেলার প্রবণতা দিন দিন বাড়ছে। এতে ক্রমশ বাড়ছে গেমিং ফোনের চাহিদা। মূলত শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লের সঙ্গে ফাস্ট চার্জ হওয়া ফোন প্রয়োজন গেমিংয়ের জন্য। ইনফিনিক্স তেমনই নতুন একটি ফোন এনেছে হট ৩০ নামে।
শক্তিশালী প্রসেসরসমৃদ্ধ হট ৩০ হতে পারে মাল্টিটাস্কিংয়ের জন্য একটি আদর্শ ফোন। এটি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে
তিনটি রঙে। রংগুলো হলো রেসিং ব্ল্যাক, সনিক হোয়াইট ও সার্ফিং গ্রিন।
বিস্তারিত পড়ুনঃ একসঙ্গে ১৮টি অ্যাপ চালানো যাবে যে মোবাইল ফোনে