বেড়েছে গরম। ঠান্ডা হাওয়া পেতে অনেকেই বাসা-বাড়ির নির্দিষ্ট একটা রুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি লাগান। যে রুমে এসি থাকে সেই রুম ঠান্ডা থাকে। কিন্তু বাড়ির বাকি রুমগুলো কিন্তু গরমই। তাহলে কি সব রুমে আলাদা-আলাদা করে এসি লাগাবেন। যাদের স্বামর্থ্য আছে তারা কাজটি করেনও। কিন্তু যাদের রুমে রুমে এসি লাগানো সম্ভব না, তারা কী করবেন?
উপায় আছে। একটা সেন্ট্রালাইজড এসিই আপনাকে স্বস্তি দিতে পারে। একটা সিঙ্গেল এসি কেবল আপনার একটা ঘরই ঠান্ডা করে রাখতে পারে। কিন্তু একটা যদি সেন্ট্রাল এসি বাড়িতে ইনস্টল করে নেন, তাহলে তো গরমও আপনার বাড়িতে ঢুকতে ভয় পাবে। তার থেকেও বড় কথা, আপনার বিভিন্ন ঘরে একটা-একটা করে এসি বসানোর চেয়ে অনেকটা কম খরচ হবে।
বিস্তারিত পড়ুনঃ এই যন্ত্র লাগালে পুরো বাড়ি হবে ‘এয়ার কন্ডিশন্ড’