ধারণার ওপর ভিত্তিকরে তৈরি প্রথম নকশার ৫৫ বছর পর প্রথম সফল পরীক্ষা চালিয়ে মহাকাশ থেকে উৎপাদিত সৌরবিদ্যুৎ পৃথিবীতে সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা।
১৯৬৮ সালে সৌরশক্তিচালিত স্যাটেলাইটের প্রথম নকশা বানিয়েছিলেন নাসার প্রকৌশলী পিটার গ্লেসার।
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি (ক্যালটেক)’-এর গবেষক দল ঘোষণা দেয়, তাদের মহাকাশে ভাসমান প্রোটোটাইপ ‘স্পেস সোলার পাওয়ার ডেমোনস্ট্রেটর (এসএসপিডি-১)’ সূর্যালোক সংগ্রহ করে একে বিদ্যুতে রূপান্তর করে পৃথিবীতে পাঠিয়েছে। এর মাধ্যমে ক্যালটেকের ‘প্যাসাডেনা’ ক্যাম্পাসের ছাদে ইনস্টল করা বিভিন্ন ‘মাইক্রোওয়েভ রিসিভার’-এ আলোও জ্বলেছে।
বিস্তারিত পড়ুনঃ এই প্রথম মহাকাশ থেকে পৃথিবীতে সৌরবিদ্যুৎ পাঠালেন বিজ্ঞানীরা