কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এখন জয়জয়কার। সংগীত, লেখা, নকশা সব ক্ষেত্রেই বিচরণ এআইয়ের। এবার আলোকচিত্রীদের কাজেও যুক্ত হতে যাচ্ছে এআই। নতুন একটি ক্যামেরা আসছে, যাতে থাকবে না কোনো লেন্স বরং এআই ব্যবহার করে হুবহু ছবি তোলা যাবে। ক্যামেরাটি দেখতে প্রচলিত ক্যামেরার মতোই, শুধু লেন্সের জায়গায় রয়েছে টেলিভিশন অ্যানটেনার মতো দেখতে এক বস্তু।
বিস্তারিত পড়ুনঃ এই ক্যামেরায় কোনো লেন্স নেই, তবে ছবি তোলে