সাংহাই থেকে সিলিকন ভ্যালি—সবখানেই জেনারেটিভ এআই স্টার্টআপের জয়জয়কার চলছে। কাস্টমার সেবা, মার্কেটিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট খাতে জেনারেটিভ এআই ব্যবহারের পথ খুঁজছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। লন্ডনভিত্তিক এআই ও ডাটা কনসালট্যান্সি ফার্মের সহপ্রতিষ্ঠাতা ডেভিড ফোস্টারের মতে, জেনারেটিভ এআই ব্যবহারের ফলে কী ঘটবে, সেটা আগামী দু-তিন বছরের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ইন্টারনেট কিভাবে মানুষের কাজকর্ম বদলে দিল, এ বিষয়ে মানুষ যেভাবে কথা বলত সেভাবে এআই নিয়েও বলবে। জার্মানির ডয়চে ব্যাংক জানিয়েছে, ২০১৯ সাল থেকে এআই খাতে বিনিয়োগ বেড়েছে ১৫০ শতাংশ (১৮০ বিলিয়ন ডলার)।
বিস্তারিত পড়ুনঃ এআই স্টার্টআপে অর্থ ঢালছেন সিলিকন ভ্যালির বিনিয়োগকারীরা