নিত্যব্যবহার্য টুলগুলোর সঙ্গে প্রতিদিনই কোনো না কোনোভাবে যুক্ত হচ্ছে এআই। চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে প্রবন্ধ, চিঠি, রেজিউমে তৈরি এখন আর নতুন কিছু নয়। নতুন খবর নিয়ে এসেছে জিমেইল। এবার ইমেইল লেখায় এআই নিয়ে এল গুগল।
মে মাসে গুগলের বার্ষিক আই/ও সম্মেলনে সিইও সুন্দার পিচাই ‘হেল্প মি রাইট’ নামে একটি নতুন জেনারেটিভ এআই প্রযুক্তির ঘোষণা দেন, যার মাধ্যমে নিউ মেসেজ উইন্ডোতে অল্প কিছু নির্দেশনা বা ‘প্রম্পট’ দিয়েই গোটা ইমেইলটি লিখিয়ে নেওয়া যাবে।
বিস্তারিত পড়ুনঃ এআই লিখে দেবে আপনার ইমেইল, কিন্তু কীভাবে?