কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে অনেক বেশি গণশিক্ষা দরকার। আর, এই ব্যবস্থা নিয়ে মানুষের মনে যে ভয় কাজ করছে তার গোড়ায় সম্ভবত রয়েছে বিভিন্ন সায়েন্স ফিকশন সিনেমার প্রভাব।
তথ্যপ্রযুক্তি বিষয়ে যুক্তরাজ্যের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ‘ব্রিটিশ কম্পিউটার সোসাইটি’র (বিসিএস) প্রধান নির্বাহী রাশিক পারমার বলেন, এআই নিয়ে লোকজনের উদ্বেগের পেছনে কাজ করেছে ‘টার্মিনেটর’ ও ‘এক্স মেশিনা’র মতো হলিউডি ব্লকবাস্টার সিনেমাগুলো।
বিস্তারিত পড়ুনঃ এআই নিয়ে ভয় ছড়ানোর পেছনে সাই-ফাই সিনেমা?