চীনের এন্ট গ্রুপের একটি প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন দল তার নিজস্ব বৃহৎ-ভাষা মডেল (এলএলএম) তৈরি করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এ প্রযুক্তির কোড নাম ‘ঝেনি’।
চীনা গণমাধ্যমে এন্ট গ্রুপ খবরটি নিশ্চিত করেছে। জ্যাক মা প্রতিষ্ঠিত চীনের শীর্ষ ই-কমার্স জায়ান্ট এন্ট গ্রুপ। কোম্পানিটি বেশ কয়েক বছর ধরে এআই নিয়ে কাজ করছে বলে খবর প্রকাশিত হলেও এত দিন নিশ্চিত করেনি এন্ট গ্রুপ। কোম্পানিটি নিশ্চিত করলেও ‘ঝেনি’ ঠিক কী ধরনের কাজে পারদর্শী হবে তা স্পর্শ করেনি আলিবাবার মূল কোম্পানিটি।
বিস্তারিত পড়ুনঃএআই নিয়ে চীনা এন্ট গ্রুপ