মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গুগল ও মাইক্রোসফটের প্রধান নির্বাহীদের সঙ্গে এআই বিষয়ে বৈঠক করেছেন। স্পষ্ট বার্তা দিয়ে তিনি জানিয়েছেন, এআই পণ্যগুলো যে নিরাপদ, তা নিশ্চিত করে তবেই এর বিস্তার ঘটানো যাবে। বৃহস্পতিবার দুই ঘণ্টাব্যাপী আলোচনায় অংশ নেন গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলা এবং ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান। বৈঠকে প্রযুক্তি কম্পানিগুলোকে নীতিনির্ধারকদের কাছে স্বচ্ছতা বজায় রাখার আহবান জানানো হয়। এ ছাড়া এআই পণ্যের নিরাপত্তা পর্যালোচনা করা এবং ক্ষতিকর সাইবার হামলার টুল হিসেবে এর ব্যবহার রোধ করার প্রতি গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান বলেন, জেনারেটিভ এআই নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী করতে হবে, তা নিয়ে একই রকম চিন্তা-ভাবনা করছে প্রযুক্তি কম্পানিগুলো। এআইয়ের দ্রুত অগ্রগতিতে গোপনীয়তা লঙ্ঘন, বেকারত্ব, অনলাইন প্রতারণা ও ভুয়া তথ্যের প্রবাহ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, চ্যাটজিপিটি নিজে ব্যবহার করার পরই প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগত পর্যায়ে, সমাজে ও জাতীয় নিরাপত্তার ওপর তৈরি হওয়া সম্ভাব্য ঝুঁকি কমাতে সরকারি আমলাদের নির্দেশ দেন।
সূত্র : রয়টার্স