চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সঙ্গে মিলে জেনারেটিভ এআই ব্যবহার করে বিজ্ঞাপন তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিজ্ঞাপন সংস্থা ‘ডব্লিউপিপি’। এআই দিয়ে বিজ্ঞাপন বানানোর ফলে খরচ অনেকখানি কমে আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করার ঘোষণা দেয়। একই সময়ে এনভিডিয়া’র প্রধান নির্বাহী জেনসেন হুয়াং কম্পিউটেক্স তাইপেইতে ডব্লিউপিপি’র নতুন কনটেন্ট ইঞ্জিন উন্মোচন করেন। মূলত এটির মাধ্যমেই এআইভিত্তিক বিজ্ঞাপন তৈরি করা হবে।
বিস্তারিত পড়ুনঃ এআই দিয়ে বিজ্ঞাপন বানাবে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থা