কৃত্রিম বুদ্ধিমত্তা দেবে প্রশ্নের জবাব ও বিভিন্ন পরামর্শ। ব্যবহারকারী ৩০টি ভিন্ন এআই পার্সোনালিটি শনাক্ত করতে পারবে, যারা তাকে ম্যাসেজ লিখতে সাহায্য করবে। এমন একটি চ্যাটবট নিয়ে কাজ করছে ইনস্টাগ্রাম। সম্প্রতি এমনটাই প্রকাশিত হয়েছে গোপন সূত্রে। খবর টেক ক্রাঞ্চ।
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করে দিয়েছে। স্ন্যাপচ্যাট প্রথমবারের মতো মাই এআই চ্যাটবট পরিষেবা চালু করে। তখন প্রকল্পটিতে সহযোগিতা করে জিপিটি টেকনোলজি। যদিও বয়সজনিত পরিষেবা ত্রুটিমুক্ত ছিল না, ফলে সুবিধা করে উঠতে পারেনি। তাছাড়া এআই নির্মিত ইমেজ পাঠাতে সক্ষম চ্যাটবট। উন্মুক্ত করার সময় এটাও ভালোভাবে কাজ করেনি।
বিস্তারিত পড়ুনঃ এআই চ্যাটবট নিয়ে আসছে ইনস্টাগ্রাম