কানাডিয়ান সংগীতশিল্পী গ্রাইমস (ক্লেয়ার বুচার) এআইকে প্রশিক্ষণ দিতে নিজের কণ্ঠ ব্যবহারের অনুমতি দিয়েছেন। তাঁর কণ্ঠ ব্যবহার করে তৈরি কোনো এআই জেনারেটেড গান সাফল্য পেলে সেখান থেকে দাবি করেছেন রয়ালটির অর্ধেক। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘কোনো দ্বিধা ছাড়াই আমার কণ্ঠ ব্যবহার করতে পারেন।’ কপিরাইটের তোয়াক্কা না করে সব ধরনের শিল্প ওপেন সোর্স করার পক্ষপাতী তিনি। টুইটে এই ঘোষণা দেওয়ার পর থেকেই ভক্তরা তাঁর কণ্ঠ ব্যবহার করে তৈরি করা এআই জেনারেটেড গানের লিংক পোস্ট করা শুরু করে। তিনি আরো জানান, কোনো একসময় মানুষ নিজেই শিল্পের মধ্যে এআই যুক্ত করতে আগ্রহী হবে। বর্তমানে শিল্পীদের কণ্ঠ দিয়ে তৈরি এআই জেনারেটেড গানের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি। গত সপ্তাহেই মিউজিক প্রডাকশন কম্পানি ইউনিভার্সাল মিউজিক ডিপ ফেক কণ্ঠ ব্যবহূত একটি গান ‘হার্ট অন মাই স্লিভ’ সরাতে ইউটিউবসহ অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফরমের কাছে আবেদন করেছে। তারা জানিয়েছে, শিল্পীদের গান ব্যবহার করে এআইকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কপিরাইট আইনের লঙ্ঘন।
সূত্র : বিবিসি