বিশ্বের তথাকথিত উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ নিয়ে গঠিত দ্য গ্রুপ অব সেভেনের (জি৭) নেতারা এআইয়ের দায়িত্বশীল ব্যবহার বিষয়ে প্রচারণা চালাতে সম্মত হয়েছেন। কারণ এআই চ্যাটবট চ্যাটজিপিটি শক্তিশালী হলেও এর অপব্যবহারের শঙ্কা রয়েছে। জাপানে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আলোচনায় নির্ভরযোগ্য তথ্যের আদান-প্রদানের পরিধি বাড়ানোর বিষয়ে একমত হন বিশ্বনেতারা। কারণ বৈশ্বিক বাণিজ্যের অন্যতম বড় একটি অংশ হয়ে উঠেছে তথ্যের বিনিময়। যৌথ বিবৃতিতে তাঁরা এআই ও আসন্ন প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণে নীতিনির্ধারকদের জন্য পাঁচটি নীতিমালা—আইন তৈরি করা, নির্ধারিত প্রক্রিয়া, গণতন্ত্র, জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধা ও উদ্ভাবনের সুযোগগুলো কাজে লাগানোর কথা উল্লেখ করেন। এআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির দ্রুত উন্নতিতে একটি আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। মানদণ্ড নির্ধারণের জন্যই একত্রিত হয়েছিলেন জি৭ জোটের নেতারা। জি৭-এর অন্তর্ভুক্ত দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট