এআইকে বুঝতে বিরতি নয়, গবেষণা দরকার

প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে সমৃদ্ধ হচ্ছে এআই। লাগাম টেনে ধরতে এআইয়ের উন্নয়নে ছয় মাসের বিরতি চেয়েছেন ইলন মাস্ক, স্টিভ ওজনিয়াকসহ বিশ্বের বড় বড় প্রযুক্তিবিদ। এক খোলা চিঠিতে ২০ হাজার মানুষ সই করে এআইয়ের উন্নয়ন থামিয়ে রাখার পক্ষে মত দিয়েছে। কিন্তু মাইক্রোসফটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এরিক হোরভিস এই বিষয়ে একমত নন। সংবাদমাধ্যম ফরচুনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এআইয়ের অগ্রসর হওয়ার গতি খোলা চিঠিতে সইকারী ব্যক্তিদের অস্বস্তিতে ফেলেছে। তবে তিনি বিরতি না দিয়ে বরং এআই বিষয়ে আরো গবেষণা করতে ও জানতে আগ্রহী। ছয় মাস এটির উন্নয়ন বন্ধ রাখা সম্ভব বলেও মনে করেন না তিনি। তাঁর মতে, সময় নিয়ে ভাবতে হবে আসল সমস্যা কোনটা। নির্দিষ্ট ঠিক কোন কারণে বিরতি দেওয়া উচিত এবং কেন। ছয় মাসের বিরতির কোনো ফলাফল পাওয়া যাবে না। এআই প্রযুক্তিকে বুঝতে এবং এটিকে নিয়ন্ত্রণ করতে আরো বেশি পরিমাণে বিনিয়োগ করা উচিত। বিরতি দিলে আরো পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে, এই ভয়ে তিনি মোটেও ভীত নন। তিনি জানান, মেশিন কখনো মানবসভ্যতার বিকল্প হয়ে উঠবে না। যে এআই সিস্টেম মানুষ তৈরি করেছে, সেটির চেয়ে সব সময় স্বতন্ত্র ও আলাদাই থাকবে মানুষ। তবে খারাপ মানুষদের হাতে পড়লে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়াবে বলে তিনি এটির অপব্যবহার নিয়ে চিন্তিত।

সূত্র : ইয়াহু নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *