উড়ন্ত গাড়ি আনছে হুন্দাই

যানজটের কারণে অফিসে প্রায়ই দেরি করে ফেলেন। জ্যামে বসে অনেক সময় মনে হয় যদি উড়ে চলে যেতে পারতাম তাহলে আর বসের বকা শুনতে হতো না। খুব শিগগির সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। গাড়ির জগতে অন্যতম জনপ্রিয় সংস্থা হুন্দাই আনছে উড়ন্ত গাড়ি।

সম্প্রতি ব্রিটেনে হুন্দাইয়ের শীর্ষকর্তা মাইকেল কোল জানিয়েছেন, আগামী দিনে এই ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ির পরিকল্পনা বাস্তব হবে। চলতি দশক শেষ হওয়ার আগেই দেখা যেতে পারে এই গাড়ি। তবে এগুলো পুরোপুরি ইন্টার সিটি প্যাসেঞ্জার কার হিসেবে আসবে। প্রথমে খুব কম সংখ্যায় এই ধরনের পরীক্ষা দেখা যেতে পারে। শুরুর দিকে জিনিসপত্র নিয়ে যাওয়ার কাজে এই উড়ন্ত গাড়ি ব্যবহার করা হবে। পরবর্তীকালে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে উড়ন্ত গাড়ির দরজা।

বিস্তারিত পড়ুনঃ উড়ন্ত গাড়ি আনছে হুন্দাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *