উইন্ডোজ ১১-এর জন্য নতুন ডিজাইনের কুইক সেটিংস ভলিউম মিক্সার আনতে যাচ্ছে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক ডিভাইস পরিবর্তন করতে পারবে, স্পাশিয়াল অডিও চালু করতে পারবে এবং ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবে। খবর টেকটাইমস।
বিস্তারিত পড়ুনঃ উইন্ডোজ ১১-এর অডিও মিক্সারে পরিবর্তন আসছে