একসময়ের বহুল কাঙ্ক্ষিত উইন্ডোজ টেনের মেয়াদ শেষ হতে চলেছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, উইন্ডোজ টেন ২২এইচ২ হবে অপারেটিং সিস্টেমের শেষ সংস্করণ। তার মানে উইন্ডোজ টেন নিরাপত্তা প্যাঁচ এবং বাগ ফিক্স ছাড়াও আর কোনো বড় আপডেট পাওয়া যাবে না। ২০২৫ সালের ১৪ অক্টোবরের মধ্যে শেষ হতে চলেছে এটি। এর আগেই ব্যবহারকারীদের বলা হয়েছিল, উইন্ডোজ ১১-এ যাওয়ার জন্য। এমন পরিস্থিতি আপনি যদি মনস্থির করে থাকেন উইন্ডোজ ১০ থেকে উইন্ডোজ ১১-তে আপডেট করবেন, তাহলে কীভাবে করবেন তার নির্দেশনাও রয়েছে।
বিস্তারিত পড়ুনঃ উইন্ডোজ ১১ আপডেট করুন