উইন্ডোজ পিসিকে চাইেলই অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে যুক্ত করা যায়। বিশেষ করে উইন্ডোজ ১১ সংস্করণের পিসি কিংবা ল্যাপটপে অ্যান্ডয়েড ফোন যুক্ত করে ওই পিসি বা ল্যাপটপেই ফোনে আসা সব নোটিফিকেশন, টেক্সট মেসেজ, ছবি ও ভিডিও দেখা যাবে। এমনকি কলও করা যাবে কম্পিউটার থেকে। ফোনের ডু নট ডিস্টার্ব, ব্লুটুথ, ভলিউম কমানো বা বাড়ানো, অডিও প্লেয়ার চালু বা বন্ধ ও করা যাবে কম্পিউটার থেকেই। সুবিধাটি পেতে যুক্ত হতে হবে উইেন্ডাজ ১১ এর লিঙ্ক টু উইন্ডোজ অ্যাপে।
বিস্তারিত পড়ুনঃ উইন্ডোজ ১১ অ্যান্ড্রয়েড ফোন যুক্ত করুন