উইন্ডোজ ১১ তে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিং সার্চ অপশন যুক্ত করেছে মাইক্রোসফ্ট। নতুন আপডেটে এটি যুক্ত করা হয়। উইন্ডোজের টাস্কবারে এটি সংযুক্ত করা হয়। বিং চ্যাট ফিচারের দ্রুত প্রবেশের পাশাপাশি আরও বেশকয়েকটি নতুন ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। উইডজেট, স্ক্রিন রেকর্ডিং ফিচার, নোটপ্যাডের ভিতরে ট্যাব ইত্যাদি যুক্ত করা হয়েছে।
বিস্তারিত পড়ুনঃ উইন্ডোজ ১১’তে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘বিং’