ন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা অ্যাক্রোপ্যালাপস নিরাপত্তাত্রুটির সমাধান করে জরুরি সফটওয়্যার হালনাগাদ (নিরাপত্তা প্যাচ) উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এ ত্রুটি থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের উইন্ডোজ হালনাগাদ করতেও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিস্তারিত পড়ুনঃ উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ত্রুটি সারাল মাইক্রোসফট