সময়ের সঙ্গে সঙ্গে উইন্ডোজ পিসিগুলো বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারে। এসব সমস্যার ফলে কম্পিউটারের কার্যক্ষমতা এবং স্থায়িত্ব প্রভাবিত হয়। অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান ট্রাবলশুটিং ও মেইনটেন্যান্সের মাধ্যমে সহজেই করা যায়। কিন্তু এমন অনেক পরিস্থিতি বা সমস্যা আছে, যা সমাধান করতে বড় ধরনের পদক্ষেপ প্রয়োজন হয়। এ প্রতিবেদনে আমরা এমন পাঁচটি সাধারণ লক্ষণ নিয়ে আলোচনা করব, যা থেকে বুঝতে পারবেন কখন আপনার উইন্ডোজ পিসির ফ্যাক্টরি রিসেট প্রয়োজন। এ লক্ষণগুলো চিহ্নিত করতে পারলে পিসিকে মূল অবস্থায় ফিরিয়ে এনে পুনরায় সর্বোত্তম পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, ফ্যাক্টরি রিসেট করা হলে ফাইল, সফটওয়্যার, ফটো ইত্যাদিসহ ওই পিসির সব ডাটা মুছে যাবে। সুতরাং রিসেট করার আগে সম্পূর্ণ ডাটা ব্যাকআপ করে নেয়া প্রয়োজন।
বিস্তারিত পড়ুনঃউইন্ডোজ পিসি কখন রিসেট দেবেন