ঈদে শেয়ারট্রিপে সেরা ব্র্যান্ডের অফার

উৎসবকে সামনে রেখে  ‘ঈদ-সেট-শপ’ ব্যানারের প্রচারণায় ডিল ও অফার দিয়েছে শেয়ারট্রিপ। বিভিন্ন ক্যাটাগরিতে ২৭টি ব্র্যান্ডের সমন্বয়ে অফার দিয়েছে শেয়ারট্রিপ। যার লক্ষ্য শেয়ারট্রিপ ভক্তদের ভ্রমণসেবার সঙ্গে তাদের লাইফস্টাইলে বৈচিত্র্য নিয়ে আসা। ক্যাম্পেইন আগামী ৩০ জুন শেষ হবে।

ঈদ উদযাপনের মুহূর্তকে আরও রাঙিয়ে তুলতে শেয়ারট্রিপ গ্রাহকের জন্য বড় ধরনের ক্যাম্পেইনটি নিয়ে এসেছে। ক্যাম্পেইন চলাকালে, নিবন্ধিত শেয়ারট্রিপ ভক্তরা অংশীদার ব্র্যান্ডগুলোর পণ্য কিনতে ও সেবা গ্রহণে বিশেষ ছাড় ও অফার গ্রহণের সুযোগ পাবেন। অফার পেতে অবশ্যই নিবন্ধিত শেয়ারট্রিপ অ্যাপ দেখাতে হবে। শেয়ারট্রিপ অ্যাপ বা সাইট থেকে প্রদেয় কুপন কোড দিয়ে অফার সুবিধা নেওয়া যাবে।

বিস্তারিত পড়ুনঃ ঈদে শেয়ারট্রিপে সেরা ব্র্যান্ডের অফার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *