ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতকে এগিয়ে নিতে কাজ করছে বাংলাদেশ। সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে চায়, যেখানে জনশক্তিই হবে স্মার্ট। সবাই অনলাইনে সব করতে শিখবে। অর্থনীতি হবে ই-অর্থনীতি, যেখানে সম্পূর্ণ অর্থ ব্যবস্থাপনা ডিজিটাল যন্ত্রে করা হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সবই হবে ই-গভর্ন্যান্সের মাধ্যমে। ই-শিক্ষা ও ই-স্বাস্থ্যসহ সবকিছুতে ডিজিটাল যন্ত্র ব্যবহার করা হবে। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সিটিও ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইসিটি পেশাদারদের ভূমিকা’ শীর্ষক সাংবাদিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
বিস্তারিত পড়ুনঃ ই-গভর্ন্যান্সে উদীয়মান প্রযুক্তির প্রশিক্ষণ দিতে পারবে সিটিও ফোরাম