মোটরসাইকেলের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক বাহন কেনার আগে সবাই যে জিনিসে বিশেষ নজর রাখে, তা হল ব্যাটারি। কিন্তু কেনার পরে দেখে তা ধীরে চার্জ হচ্ছে। পুরনো ই-বাইক হলে তাও মেনে যায়। কিন্তু তাই বলে নতুন বৈদ্যুতিক বাইকে চার্জ হতে দেরি হচ্ছে? সেই সমস্যারও সমাধান রয়েছে।
বিস্তারিত পড়ুনঃ ইলেকট্রিক বাইক দ্রুত চার্জ দেওয়ার উপায়