ইলেকট্রিক গাড়ি উৎপাদনের ক্ষেত্রে চীনের চেয়ে যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন ফোর্ড মোটরের নির্বাহী চেয়ারম্যান বিল ফোর্ড। তাঁর মতে, চীন খুব দ্রুত উন্নতি করছে। বড় পরিসরে গাড়ি উৎপাদনের পর এখন তারা রপ্তানিও করছে। রবিবার সিএনএন টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চীনা গাড়ি যুক্তরাষ্ট্রে এখনো আসেনি।তবে অচিরেই আসবে বলে ধারণা করছি।’ গত মে মাসে কম্পানিটির প্রধান নির্বাহী বলেন, চীনা ইলেকট্রিক গাড়ি নির্মাতারাই তাঁদের প্রধান প্রতিদ্বন্দ্বী। চীনা গাড়ি নির্মাতাদের সঙ্গে পেরে উঠতে হয় বিশাল পরিসরে প্রচারণা চালাতে হবে, নয়তো ফোর্ড গাড়ির দাম কমাতে হবে।
সূত্র : সিএনবিসি