চীন, জার্মানি ও হাঙ্গেরিতে নিজেদের কারখানা আধুনিকায়নে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মার্সিডিজ বেঞ্জ। সেগুলোতে ইলেকট্রিক গাড়ি তৈরিতে আগামী কয়েক বছরে এ অর্থ খাটাবে জার্মানির বিশ্বখ্যাত কোম্পানিটি।
অটোমোবাইলয়োচ ম্যাগাজিনের রিপোর্টের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আগামী দশকে ব্যাপক হারে কার্বন নিঃস্বরণ (ধোঁয়া) কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। ২০৩৫ সালে তাতে উল্লেখযোগ্যভাবে লাগাম টানতে চায় তারা। এসময়ে জীবাশ্ম জ্বালানি বিক্রি বন্ধ করতে মরিয়া ইইউ।
বিস্তারিত পড়ুনঃ ইলেকট্রিক গাড়িতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মার্সিডিজ