ইন্টারনেট বিস্তারে কেন পিছিয়ে ভারত

২০২২ সালের অক্টোবরে টেলিকম নিয়ন্ত্রণ সংস্থার জরিপ অনুযায়ী দেশটিতে ওয়্যারলেস ব্রডব্যান্ড সাবস্ক্রাইবারের সংখ্যা ৭৯ কোটি। অর্থাৎ যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকে তাদের সংখ্যা। ২০২১ সালের আগস্টে যে সংখ্যা ছিল তার তুলনায় ১০ লাখের বেশি। ২০১৬-২০ সাল পর্যন্ত মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দুই অংক থাকলেও বর্তমানে তা এক অংকে নেমে এসেছে। অনলাইনে যুক্ত হওয়ার সহজ উপায় হচ্ছে স্মার্টফোন ব্যবহার। আর এদিক থেকেই ভারতের অগ্রগতি থমকে আছে।

দেশটিতে বর্তমানে ৬৫ কোটি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে। কিন্তু ব্যবহারকারী বাড়ার হার খুবই কম। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, ২০২১ সালে ১৬ কোটি ৮০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হলেও গত বছর তা কমে ১৫ কোটি ১০ লাখ ইউনিটে নেমে আসে। চলতি বছর এক অংকে বিক্রির পূর্বাভাস দেয়া হয়েছে।

বিস্তারিত পড়ুন: ইন্টারনেট বিস্তারে কেন পিছিয়ে ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *