বর্তমানে ইনস্টাগ্রাম রিলস খুবই জনপ্রিয় ফিচার। এখানে শর্ট ভিডিও তৈরি করে শেয়ার করা যায়। এমনকি রিলস থেকে আয় করা যায় হাজার হাজার ডলার। এজন্য রিলসের ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরিতেই বেশি নজর দিতে হয় ব্যবহারকারীকে। তবে জানেন কি, রিলসের ভিডিও কীভাবে ট্রেন্ডিংয়ে আসে বা কীভাবে ইনস্টাগ্রাম রিলস ভিডিও র্যাঙ্কিং করে।
সম্প্রতি ইনস্টাগ্রামের সিইও অ্যাডাম মোসেরি একটি ব্লগে জানিয়েছেন, কীভাবে ইনস্টাগ্রাম কন্টেন্টগুলো র্যাঙ্কিং করে। তারা মূলত গ্রাহকের পছন্দের ওপর নির্ভর করে সদ্য শেয়ার করা ভিডিওগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া হয়। ব্যবহারকারীরা যেসব ভিডিও বা অ্যাকাউন্টের সঙ্গে নিজেদের সদ্য এনগেজ করেছেন সেগুলোর ভিত্তিতে বিষয়টি নির্ধারণ করা হয়। ব্যবহারকারীর আগ্রহের ওপর ভিত্তি করে একটা অ্যাকাউন্ট ও তার কনটেন্টের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টিকে তাদের জন্যই পার্সোনালাইজ করার চেষ্টা করে।
বিস্তারিত পড়ুনঃ ইনস্টাগ্রাম রিলস ভিডিও র্যাঙ্কিং করে যেভাবে