ইতালির পর এবার জার্মানিতেও নিষিদ্ধ হতে পারে ওপেন এআইয়ের তৈরি চ্যাটজিপিটির ব্যবহার। স্থানীয় সংবাদমাধ্যম হান্ডেলসব্লাটে এ কথা জানান জার্মানির ফেডারেল কমিশনার ফর ডাটা প্রটেকশন উলরিখ কেলবার। তিনি জানান, ইতালির কাছে চ্যাটজিপিটি সাময়িক নিষিদ্ধ করার ব্যাপারে বিস্তারিত তথ্যও জানতে চেয়েছে জার্মানি। এ ছাড়া ফ্রান্স ও আয়ারল্যান্ডের ডাটা প্রটেকশন সংস্থা ইতালির কাছ থেকে তথ্য চেয়েছে। ইতালি চ্যাটজিপিটির ব্যাপারে উদ্বেগজনক যে তথ্য পেয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনায় আগ্রহী। আয়ারল্যান্ডের ডাটা প্রটেকশন কমিশনারের মুখপাত্র জানান, ইতালির নীতিনির্ধারকরা কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তা আমরা বুঝতে চাই এবং সব ইউরোপীয় ইউনিয়ান ডাটা প্রটেকশন অথরিটির সঙ্গে এ ব্যাপারে সমন্বয় করতে চাই। গত শুক্রবার চ্যাটজিপিটিকে অফলাইনে পাঠায় ইতালি।
সূত্র : লাইভ মিন্ট