ইউটিউব মিউজিকে পডকাস্ট চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা ইউটিউব মিউজিকের হোম স্ক্রিন এবং সার্চ প্যানেলে ‘পডকাস্ট’ দেখতে পাচ্ছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে ইউটিউব মিউজিকে পডকাস্ট আনার ঘোষণা দিয়েছিল গুগল।
বিস্তারিত পড়ুনঃইউটিউব মিউজিকে যোগ হলো পডকাস্ট