যারা ইন্টারনেটের জন্য কনটেন্ট তৈরি করেন তাদের সবচেয়ে বেশি আয় হয় ইউটিউবে। ভিডিও শেয়ারিংয়ের এর জনপ্রিয় মাধ্যমটিতে ভিডিও আপলোড করে আয় করা সহজ। সম্প্রতি ইউটিউব ঘোষণা করেছে মাত্র ৫০০ সাবস্ক্রাইবার হলেও চ্যানেল মনিটাইজ করা যাবে।
ইউটিউব থেকে আয়ের পুরোটাই নির্ভর করে দর্শকদের উপর। অর্থাৎ যত বেশি অ্যাডস ভিউস হবে তত বেশি আয়। এছাড়াও ইম্পেশনেও আয় রয়েছে। তবে সেটা কম।
বিস্তারিত পড়ুনঃ ইউটিউবে কত ভিউ হলে কত টাকা আয় হয়?