ডিজিটাল পণ্য বিশেষ করে ল্যাপটপ তৈরিতে আসুস ব্র্যান্ডের সুখ্যাতি সারাবিশ্বে। তাইপে কম্পিউটেক্স সবশেষ আসরে বেস্ট চয়েস গোল্ডেন পুরষ্কার জিতেছে আসুস। ল্যাপটপ ক্যাটাগরিতে জেনবুক প্রো ১৪ ডুও ওলেড (ইউএক্স৮৪০২) মডেলটি বেস্ট চয়েস গোল্ডেন অ্যাওয়ার্ড এবং আসুস এক্সপার্টবুক (বি৯) ওলেড বিজনেস ল্যাপটপটি সাসটেইনেবল টেক বিশেষ পুরষ্কার জিতেছে।
বিস্তারিত পড়ুনঃ আসুস পেল কম্পিউটেক্স গোল্ডেন পুরষ্কার