আলো জ্বালাতে নোনা পানি

সাগরের নোনা পানি লণ্ঠন জ্বালিয়ে রাখছে টানা ৪৫ দিন। ওয়াটারলাইট নামের এই প্রযুক্তি উদ্ভাবন করেছে কলম্বিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান উন্ডারম্যান থম্পসন ও রিনিউয়েবল প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপ ই-দিনা। লণ্ঠন জ্বালাতে শুধু দুই কাপ পরিমাণ বা ৫০০ মিলিলিটার সমুদ্রের পানি প্রয়োজন। নবায়নযোগ্য বিদ্যুৎ পাওয়ায় উপকৃত হচ্ছে কলম্বিয়া ও ভেনিজুয়েলার প্রত্যন্ত অঞ্চলে থাকা আদিবাসী গোষ্ঠী।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ায় রাতের মাছ ধরা, বাচ্চাদের পড়ালেখা, ফোন চার্জে দেওয়া—সবই সম্ভব হচ্ছে।          

 সূত্র : উন্ডারম্যান থম্পসন ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *