টুইটারের মালিক ইলন মাস্কের কাছে কোম্পানির এক কর্মী জানতে চেয়েছেন, তাকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছে কি না।
কোম্পানির প্রধান নির্বাহীকে উদ্দেশ্য করে এক টুইটে হালি থরলিফসন নামের ওই কর্মী বলেন, “আমার চাকরি আছে কি না, তা নিশ্চিত করতে পারছেন না আপনার কোম্পানির মানব সম্পদ বিভাগের প্রধান।”
বিস্তারিত পড়ুনঃ আমার কি চাকরি নেই? – টুইটে ইলন মাস্কের কাছে কর্মীর প্রশ্ন