ডটকমপ্ল্যাটফর্মে থাকা বিভিন্ন চরমপন্থী ‘নিও নাৎসি’ দল সম্পর্কে তথ্য দিতে রাজী না হওয়ায় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ব্রাজিলের আদালত।গেল বুধবার দেশটির এস্পিরিটো সান্তো অঙ্গরাজ্যের এক আদালতে এই রায় দিয়েছেন বিচারক ওয়েলিংটন লোপেজ ডা সিলভা। রায় অনুসারে, আইন লঙ্ঘনের দায়ে দৈনিক ১০ লাখ রিয়েল (এক লক্ষ ৯৭ হাজার ৭৮০ ডলার) জরিমানা গুনতে হবে মেসেজিং সেবাটিকে।এর আগে আদালতের এক সিদ্ধান্ত মেনে চলতে ব্যর্থ হওয়ায় এই স্থগিতাদেশের আবেদন করে দেশটির ফেডারেল পুলিশ। ওই রায়ে এক স্কুলে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে অ্যাপের মধ্যে থাকা দুই নিও নাৎসি দলের তথ্য চাওয়া হয়।
বিস্তারিত পড়ুনঃ ‘আদালত অবমাননা’র দায়ে ব্রাজিলে সাময়িকভাবে নিষিদ্ধ টেলিগ্রাম