আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএনওপিএসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশের আইসিটি সেক্টরসহ সার্বিক ক্ষেত্রে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) সহযোগিতা আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ইউএনওপিএসের এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সঞ্জয় মাথুরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের কান্ট্রি ম্যানেজার সুধির মুরালিধরন, দক্ষিণ এশিয়ার পরিচালক চার্লসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

বিস্তারিত পড়ুনঃ আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএনওপিএসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *